আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজ ৭ই জুন ২০২২ রোজ মঙ্গলবার। আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশাল এজন্য যে আজ থেকে আমি আমার স্বপ্নের ক্ষুদ্র প্রয়াস
"Zafrin Mart (জাফরিন মার্ট)" এর যাত্রা শুরু করতে যাচ্ছি।
আমার এ পথচলায় গ্রুপের সকল ভাই বোনদের সহযোগিতা ও ভালবাসা কামনা করছি।
আমার ব্যবসায়িক প্রয়াসের একমাত্র ও মূল উদ্দেশ্যই হলো সকল ক্রেতা বা ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে হালালভাবে রিজিক অর্জন করা। শুধু এই দোয়াটা করবেন আমরা যেন সঠিক ও স্বাস্থ্যসম্মত পণ্য আপনাদের কাছে সরবরাহ করতে পারি আর এর জন্য আমাকে অনেকভাবে চিন্তাভাবনা করতে হয়েছে যে কি নিয়ে কাজ করলে আমি একটি ভালো অর্গানিক পণ্য দিতে পারব।
সেই চিন্তা থেকেই আমি আমাদের দৈনন্দিন অতীব প্রয়োজনীয় মসলা নিয়ে কাজ করছি।সামনে এর সাথে আরো কিছু পণ্য যোগ হবে।
মসলার জন্য মরিচ ,হলুদ, জিরা, ধনিয়া সরাসরি নিজের তত্ত্বাবধানে আমার গ্রামের কৃষক এবং স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে প্রত্যক্ষভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে গুণগত মান অক্ষুন্ন রেখে শতভাগ অর্গানিক এই মসলা প্রক্রিয়াজাত করা হয় যা আপনাদের পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে কোন প্রকার ভেজাল অথবা বিন্দুমাত্র গুনগত মানের কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ ।
এখানে বিশেষভাবে উল্লেখ্য আমি আমার নিজের ব্যাবহারের জন্য যতটা যত্ন নিয়ে মসলা সংগ্রহ করি ঠিক সেই একই প্রক্রিয়ায় আপনাদেরকে দেয়ার জন্য আমি অঙ্গীকারাবদ্ধ।
নিচের দেয়া ছবিগুলো আমার নিজের বাসায় ব্যবহার করা মসলার ছবি।
সবার নিকট দোয়া চাই আমি যেন শতভাগ ভালো অর্গানিক পণ্য সরবরাহ করে ভোক্তা সন্তুষ্টির মাধ্যমে হালালভাবে উপার্জন করতে পারি।
আমি কামরুল আহসান,রামপুরা,ঢাকা হতে
কাজ করছি:
সব রকমের মসলা (হলুদ, মরিচ, জিরা, ধনিয়া) নিয়ে
বট/গরুর ভুড়ি (রেডি টু কুক ভুরি/ভুঁড়ি ভূনা ও ভুরি ভাজা) নিয়ে
মোঃ: কামরুল আহসান
Owner of :
"Zafrin Mart"
" স্বাস্থ্যসম্মত পন্য সরবরাহই আমাদের ভোক্তা সন্তুষ্টির মূলমন্ত্র"
0 Reviews:
Post Your Review